পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনে ব্যাপক অনিয়ম, ৬ জনকে আদালতের শোকজ নোটিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ১৫, ২০২০

পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনে ব্যাপক অনিয়ম, ৬ জনকে আদালতের শোকজ নোটিশ



রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)’র ২০২০-২০২১ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচন কেন স্থগিত করা হবেনা সে মর্মে পবিস’র চেয়ারম্যান, উপ-পরিচালক প্রশাসন, জিএম ও ৪ নং এলাকা পরিচালক অধ্যাপক ইউসুফ আলী সহ ৬ জনকে আগামী ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী জজ বৈজয়ন্তী বিশ্বাস’র আদালত ফরিয়াদী দিদারুল আলম বাবুল ও গাউস মাতুব্বর’র, তারেক আমান সুমন  প্রার্থীতা প্রতিকারে সন্তুষ্ট হয়ে মঙ্গলবার এ আদেশ প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পবিস’র বাই ’ল’ অনুযায়ী ৪ নং এলাকা সহ অন্যান্য এলাকার ২০২০-২০২১ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ২০ জানুয়ারী নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ৪এপ্রিল ভোট গ্রহনের জন্য ২৬-২৭ ফেব্রæয়ারী পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রী, ৩মার্চ মনোনয়ন পত্র দাখিল এবং ৮মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য দিন ধার্য করে পবিস’র রিটানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান। এতে বাদীগন এলাকা পরিচালক পদে নির্বাচন করার জন্য ২৬ ফেব্রæয়ারী ৩০০ টাকা রশিদের মাধ্যমে জমা দিয়া প্রার্থীর মনোনয়ন পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করেন। উক্ত পদে অধ্যাপক ইউসুফ আলী সহ ৪জন নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে সকল কাগজ পত্র সংযোজন ও পূরন করে ৩ মার্চ দাখিল করেন। শর্ত মোতাবেক মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্বাচন কমিশনের উপস্থিতিতে প্রার্থীর স্বাক্ষর করতে হবে মর্মে উল্লেখ থাকায় কমিশনকে স্বাক্ষর নেয়ার জন্য অনুরোধ করার পরও তাঁরা ইউসুফ আলীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত করার অসৎ উদ্দেশ্যে অত্র বাদীগনের স্বাক্ষর গ্রহন না করে মনোনয়ন পত্র জমা রাখেন। এরপর ৮মার্চ মনোনয়ন পত্র বাছাইতে অত্র বাদীগনের মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়নি এ মর্মে একমাত্র ইউসুফ আলী’র মনোনয়ন পত্র বৈধ বিবেচিত হওয়ায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় ৪নং এলাকা পরিচালক পদে তাকে ঘোষনা করেন। অথচ ঘোষিত নির্বাচন তফসিলের ৪নং ক্রমিকের (ঙ) এবং (চ) অনুচ্ছেদ মোতাবেক ইউসুফ আলী’র মনোনয়ন পত্র বৈধ হওয়ার আদৌ আইনগত কোন যোগ্যতা নেই। কেননা ইউসুফ আলী আ’লীগের কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক, ২০১৯ সালের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য বটে। এছাড়া তিনি আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের বেতনভোগী অধ্যাপক, যার ইনডেক্স নং-৩০৭৮৭০১। তাই পবিস’র ৪নং এলাকা পরিচালক নির্বাচনে বাদী গনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা বে-আইনী, অকার্যকর ও ক্ষমতার অপব্যবহার গন্যে ৮মার্চ তারিখের প্রার্থী বাছাই আদেশ বাতিল পূর্বক বাদী গনের মনোনয়নপত্র বৈধ ঘোষনার নির্দেশমূলক প্রতিকার সহ বাদী গন আরো যে প্রতিকার পাইতে পারে তার ডিক্রী দেয়ার আদেশ দানের প্রতিকার প্রার্থনা করা হয় মামলার বিবরনীতে।

আদালতের সহকারীবেঞ্চ ও বাদী পক্ষের নিযুক্ত উকিল শ্যামাপ্রসাদ চক্রবর্তী বিজ্ঞ আদালতের আদেশের সত্যতা স্বীকার করেন।

Post Top Ad

Responsive Ads Here