জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৬ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ইসলামপুর পুলিশ তদন্ত ওসি মোঃ মাহবুবুর রহমান। মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাহির টিকরামপুর নতুনপাড়া গ্রমের মোসাঃ ময়না (৩৫)।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শয়ন কক্ষে গিয়ে গলায় ওড়না পেচানো অবস্থায় ময়নাকে দেখতে পায় তার পরিবারের এক সদস্য।
এসময় তার ওড়নাটি কেটে ফেলে এবং তাকে আশংকাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে, পুলিশ বেলা সাড়ে ১২ টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না মানসিক ভারসাম্য ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে।

