ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী চারঘাটে কথিত সাংবাদিকের মাধ্যমে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে ইটভাটা মালিক। উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে সদ্য বিগত উপজেলার বিভিন্ন ইটভাটায় নগদ অর্থ চাঁদা উত্তোলন করেছে স্থানীয় পত্রিকার কিছু সংখ্যক নতুন সাংবাদিক।
আজ মঙ্গলবার অবৈধ্য ইটভাটা সংবাদ সংগ্রহ করতে গেলে ছয়তারা ইটভাটার ব্যবস্থাপক.. ........ এই পত্রিকার সংবাদিককে বলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরে ইটভাটা করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন ছাড় পত্র তাদের কাছে আসেনি। কিন্ত উপজেলার কথিত কিছু সাংবাদিক ইউএনও এর অনুমতি সাপেক্ষে নগদ অর্থ চাঁদা গ্রহন করেছে। যার প্রমান তাদের দৈনন্দিন খরচেন খাতায় লিপিবদ্ধ আছে।
উপজেলা বিভিন্ন কৃষিজমি এবং জনবহুল এলাকায় ইটভাটা স্থাপন ক্রমশয় বৃদ্ধি পাচ্ছে। সরকারী নিয়মনিতীর তোয়াক্কা না করে যত্রতত্র অবৈধ্য ইটভাটার ব্যবসা চলমান রয়েছে বলে জানান উপজেলা কৃষিবিধ মনজুর রহমান।
সাবেক ইউএনও নাজমুল হক এবং সদ্য যোগদানকৃত ইউএনও সৈয়দা সামিরা বলেন, অবৈধ্য ইটভাটার বিরুদ্ধে সরকারী কর্মকর্তা সর্বদায় সর্তক আছে। স্থানীয় প্রশাসন বিরুদ্ধে আনিত এই উক্তি খুবই দুঃখ জনক। এধরনের যে কোন শ্রেনীর লোক জমিত থাকলে তার বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেয়া হবে।

