আলেচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার আসামী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১১, ২০২০

আলেচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার আসামী গ্রেফতার


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  কলাপাড়ায় আলোচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল (৩৫) ও তার সহযোগী দোলন(২৮) কে একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ধানখালীর লোন্দা গ্রামের বিল থেকে তাদের আটক করা হয়। আটককৃত পলাশের নামে কলাপাড়া থানায় ধর্ষন ছাড়াও একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরন করে রাতভর আটকে রেখে ধর্ষন করে পলাশ মোড়ল। পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে ঢাকা যেতে বাধ্য করে। এঘটনায় ২২ জানুয়ারী পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষিতার বৃদ্ধা মাকে উদ্ধার করে। ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে চার জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পলাশ ও তার সহযোগিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

Post Top Ad

Responsive Ads Here