মাস্কের মূল্যবৃদ্ধি: মোবাইল কোর্ট পরিচালনার কথা বললেন হাইকোর্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০

মাস্কের মূল্যবৃদ্ধি: মোবাইল কোর্ট পরিচালনার কথা বললেন হাইকোর্ট


সময় বিজনেস:
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের প্রেক্ষাপটে মাস্কের মূল্য বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ‘প্রয়োজনে মূল্যবৃদ্ধি কারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।’

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপের প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সোমবার একথা বলেন।

এর আগে আজ সকালে করোনা প্রতিরোধে অধিদপ্তরের দেয়া সার্বিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এসময় আদালত বলেন, ‘আমরা গণমাধ্যমে খবরে দেখলাম মাস্কের জন্য মানুষ দোকানে দোকানে লাইন দিচ্ছেন। একটা মাস্ক কিনতে যদি ৮০ থেকে ১০০ টাকা লাগে সেটা দুঃখজনক। তাই যারা এই সংকটের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারের মূল্য বৃদ্ধি করছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হোক।’

এরপর আদালত করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের প্রাথমিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘আমরা আশা করবো সরকার সতর্কভাবে করোনার বিষয়টি মোকাবিলা করবে। সর্বোপরি পুরো জাতি এক হয়েই আমরা এ দুর্যোগ মোকাবেলা করবো।’

তবে দেশের স্থল-নৌ ও বিমান বন্দরগুলোতে আরো পর্যাপ্ত স্ক্যানার স্থাপনের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সকল গণমাধ্যমকে প্রচারণা চালাতে বলা হয়েছে।

আজ শুনানির শেষে হাইকোর্ট বলেছেন, করোনার এই বিষয়টি আমরা নজরে রাখব এবং এ বিষয়ে পরবর্তীতে আদেশ আগামী ৫ এপ্রিল।

এর আগে পত্রিকায় প্রকাশিত করোনা সংক্রান্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসা আদালতের নজরে আনেন। এরপর গত বৃহস্পতিবার হাইকোর্ট করোনা প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা সোমবারের মধ্যে জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দেন। সেই অনুযায়ী আজ হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়।

সুত্র:চ্যানেল আই

Post Top Ad

Responsive Ads Here