নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০

নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে কলেজের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। 


এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান লিখিত বক্তব্যে জানান, তার বিরুদ্ধে ৮ মার্চ দৈনিক বর্তমান কথা পত্রিকায় যে সংবাদটি প্রচার করা হয় তা সম্পুর্ন অসত্য। তিনি বলেন, মহিলা কলেজের অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি শীর্ষক সংবাদটি মিথ্যা, বানোয়াট ও অসত্য। সংবাদটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় ও অত্র কলেজের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত ১৭ প্রজাতির গাছ কর্তন এবং উপবৃত্তি প্রাপ্ত ছাত্রীদের নিকট হইতে বেতন আদায়ের অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এডিস মশার বংশবিস্তার রোধে ও তা থেকে রক্ষার জন্য সারাদেশের ন্যায় নাগরপুর মহিলা কলেজের আগাছা আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করা হয় এবং বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুৎ লাইনের উপর থাকা মেহগনি গাছের ডালপালা ছাঁটাই করে। তাছাড়া  আমার অর্থ আত্মসাতের কোন সুযোগ নেই। কেননা ছাত্রীদের নিকট হতে আদায়কৃত বেতন রশিদের মাধ্যমে ব্যাংক একাউন্টে চলে যায়। আমি উক্ত অসত্য প্রতিবেদন প্রকাশের চরম প্রতিবাদ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, প্রভাষক ছামিনুর রহমান, আলী আকতার, সাইদুর রহমান, মালেক কিবরিয়া সহ অন্যান্যরা।

Post Top Ad

Responsive Ads Here