মেহের আমজাদ,মেহেরপুর:
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি উপস্থিত থেকে ৫২ জন রোগীর মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এ সময় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী সেখানে উপস্থিত ছিলেন।

