দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধনের খবরে উৎসব মুখর ভাঙ্গা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১১, ২০২০

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধনের খবরে উৎসব মুখর ভাঙ্গা

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
দেশের প্রথম এক্সপ্রেসওয়ে চারলেনের সড়ক চালু হওয়ার খবরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাবাসীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অতিঅল্প সময়ে নিরাপদে রাজধানীতে যাতায়াতের পাশাপাশি সড়কটির কারনে এলাকার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলে এই এলাকার বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে সরকারকে সাধুবাদ জানিয়েছে। 


বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের সাথে সাথে এই অঞ্চলে এই প্রথম কোন চারলেন এক্সপ্রেসওয়ে চালু হবে। যা এই সরকারের বিরাট এক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।   


ফরিদপুরের অবহেলিত ভাঙ্গা উপজেলা কোন সরকারের আমলেই তেমন কোন উন্নয়ন হয়নি। বর্তমান সরকার আসার পর রাজধানী ঢাকার সাথে যোগাযোগের মহাপরিকল্পনার অংশ হিসাবে বাস্তবায়ন করা হয় দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এ সড়কের জন্য রাজধানীর সাথে দেশের দক্ষিনাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ দ্রæততর ও সহজ হবে। পাশাপাশি পদ্মা সেতু সম্পন্ন হলে এর শতভাগ সুফল মিলবে বলে মনে করছেন সকলে। একই সাথে এই এলাকায় মিল কারখানা স্থাপন হবে দ্রæততর। এতে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ব্যাপকভাবে। সড়কটির কারনে এলাকার মানুষের অর্থনৈতিক, সামজিকসহ সকল বিষয়ে ব্যাপক পরিবর্তন হবে বলে বিশিষ্টজনেরা মনে করছেন।

এক্সপ্রেসওয়েটি চালু হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা যেতে সময় লাগবে মাত্র ৪২ মিনিট। আর ঢাকা থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র ২৭ মিনিট। এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার সংবাদে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে আনন্দের বন্য বইছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

এ এক্সপ্রেসওয়ে চালু হওয়ার ফলে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২৫ জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা তরান্বিত হবে। তাছাড়া রাজধানী ঢাকার সাথে পায়রা-মোংলা এবং বেনাপোল বন্ধরের সাথে সরাসরি বাণিজ্যিক প্রসার ঘটবে।

এই প্রকল্পে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ২৫২ কোটি ২৮ লাখ টাকা। পরবর্তীতে সংশোধিত ডিপিপিতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৮৯২ কোটি ২৮ লাখ টাকা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, চার লেনের এই এক্সপ্রেসওয়ে কারনে শুধু ভাঙ্গা নয় এই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও দ্রæততর হবে। এই উন্নয়ন আমাদের এই অঞ্চলের চিরচেনা রুপ পাল্টে নতুন রুপ ধারন করবে বলে আমি মনে করি। এটা এই অঞ্চলের মানুষের বিরাট এক প্রাপ্তি।

Post Top Ad

Responsive Ads Here