ত্রাণে অনিয়ম, ৯ চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২০

ত্রাণে অনিয়ম, ৯ চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত


ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে চার ইউপি চেয়ারম্যান ও পাঁচ মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্প্রতি জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউপির চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপির চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নং আন্দারমানিক ইউপির চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। 

পাঁচ মেম্বার হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আব্দুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নং বদরপুর ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ ওমর এবং একই ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. জুয়েল মিয়া।

চেয়ারম্যান ও মেম্বারদের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসময় পৃথক পৃথক আদেশে কেন চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

এর আগে ১২ এপ্রিল একই অপরাধে এক ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।



সময়/দেশ/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here