করোনায় মৃত্যু এক লাখ ৩৪ হাজার ছাড়াল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

করোনায় মৃত্যু এক লাখ ৩৪ হাজার ছাড়াল


প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।


সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ৩৪ হাজার ০৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৩ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৮ হাজার ৮২৬ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার ১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩০৬ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি।  দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৪৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ২৯৫ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে।



সময়/আন্ত/রাজ

Post Top Ad

Responsive Ads Here