করোনায় ক্ষুধার্ত কুকুরের পাশে খাবার নিয়ে মেয়র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

করোনায় ক্ষুধার্ত কুকুরের পাশে খাবার নিয়ে মেয়র


করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে হোটেল রেস্টুরেন্ট। এতে সাধারণ মানুষ যতটা না বিপদে পড়েছেন তার চেয়ে বেশি বিপদে পড়েছে মানিকগঞ্জ জেলা শহরের বেওয়ারিশ কুকুরগুলো।


এসব কুকুরগুলোর বেঁচে থাকার জন্য খাবারের উৎস ছিলো হোটেল রেস্টুরেন্টের ফেলে দেয়া খাবার। কিন্তু হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় অনেক দিন ধরে কুকুরগুলো রয়েছে অনাহারে। তাদের রক্ষায় খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

বৃহস্পতিবার রাতে গাজী কামরুল হুদা সেলিম শহরের বিভিন্ন পয়েন্টে নিজ হাতে অনাহারে থাকা কুকুরগুলোকে খাবার তুলে দেন।

মেয়র জানান, শহরের বিভিন্ন পয়েন্টে শতাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে অনেক দিন ধরে অনাহারে। হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকায় এসব কুকুরর খাবার পাচ্ছে না। পৌর সভার অর্থায়নে এসব কুকুরগুলোকে খাবার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। যে পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন কুকুরগুলোকে খাবার দিয়ে যাবো।

পরিবেশবিদ অ্যাডভোকেট দীপক ঘোষ জানান, পরিবেশ রক্ষার জন্য কুকুরগুলোকে খাবার দিয়ে জীবিত রাখা প্রয়োজন। পৌর মেয়র যেটি করেছেন তা প্রশংসনীয়। একজন মানবিক মানুষ না হলে বেওয়ারিশ কুকুরের জন্য খাবার দেয়ার কথা চিন্ত করতে পারেন না।



সময়/দেশ/নাজ

Post Top Ad

Responsive Ads Here