নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে লকডাউন ঘোষনার পরে আইন অমান্য করে লোক পারাপার করে আসছিল এই ব্যাক্তি। সে সরকারি আদেশ অমান্য করে ঘাটে ঢাকা থেকে লোক আনা নেওয়া করত। বিষয়টি নিয়ে অনেকবার অভিযান চালানোর পরও তার চালাকির কারণে ধরা যাচ্ছিল না।
অবশেষে ছদ্মবেশে শুক্রবার বিকেল গোপালপুর ঘাটের উজানে কাজীবাড়ী ঘাটে সরকারি আদেশ অমান্য করে ঢাকা- ফরিদপুর (গোপালপুর- মৌনুট ঘাট) এ মাঝি নৌকায় যাত্রী পারাপারের সময় মোঃ রফিক শিকদার (৪০) কে আটক করা হয়।তাকে দূর্যোগ ব্যাবস্থাপনা আইন, ২০১২ এর ৩৭ ধারা লংঘনের দায়ে ২ (দুই) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমদাদুল হক তালুকদার।
এসময় ছদ্মবেশে অভিযান চলাকালে চরভদ্রাসন থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব অসীম কুমার বিশ্বাস সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
সময়/দেশ/রাজ