ফেনী শহরের বারাহীপুরে ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী ওবায়দুল হক টুটুল।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে জবানবন্দি দেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী এম. শাহজাহান সাজু জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জবানবন্দিতে বলেছেন টুটুল।
তিনি আরো জানান, এ ঘটনায় বুধবার রাতে ফেনী মডেল থানায় মামলা করেছেন নিহত তাহমিনা আক্তারের বাবা সাহাব উদ্দিন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও টুটুলের মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
আরো পড়ুন “লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যা”
সময়/দেশ

