ডিসি’র নির্দেশে ১৫০ বাউল পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তার প্রতিনিধিরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ০৬, ২০২০

ডিসি’র নির্দেশে ১৫০ বাউল পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন তার প্রতিনিধিরা

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ::
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশে ফরিদপুর সদর উপজেলার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া তৃনমূল পর্যায়ের বাউল সদস্যদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হলো। 

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা বাউল প্রতিনিধি রুপক সাহাকে সঙ্গে নিয়ে সোমবার দুপুর থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তাদের বাড়ি বাড়ি গিয়ে। প্রতিটি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ থেকে ১৫০ জন পরিবারের হাতে চাউল, ডাউল, আলু, লবন, সয়াবিন তৈল ও একটি লাক্স সাবান দেয়া হয়।   


এ ব্যাপারে বাউল প্রতিনিধি রুপক সাহা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে আমাদের বাউল সম্প্রদায় বেকার হয়ে পড়ে। আর বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানালে তিনি অতি দ্রুত এই ১৫০টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী দেওয়ার নির্দেশ দেন। এরপর সোমবার তার অফিসের কর্মচারীরা আমাকে সাথে নিয়ে বাউল শিল্পি, বাদ্যযন্ত্রী ও সেবাইত এই ধরনের ১৫০টি পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি বলেন স্যার আমাদের জন্য কিছু করার অনুভব করেছেন এটা আসলেই আমাদের জন্য একটা বিরাট উদাহরন হয়ে থাকবে।

Post Top Ad

Responsive Ads Here