মা-বাবার পাশে ডা. মঈন উদ্দিনকে দাফন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২০

মা-বাবার পাশে ডা. মঈন উদ্দিনকে দাফন


করোনাভাইরাসে মারা যাওয়া ডা. মঈন উদ্দিনকে নিজ গ্রামে মা-বাবার পাশে দাফন করা হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।


বুধবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে মরদেহ সুনামগঞ্জের ছাতকের উত্তর খুরমা ইউপির নাদামপুর গ্রামের বাড়িতে আনা হয়। পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ছাতকের ইউএনও মো. গোলাম কবির জানান, পরিবারের ইচ্ছায় গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে ডা. মঈন উদ্দিনকে দাফন করা হয়েছে। সংক্রমণ স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে দাফন করা হয়।

এদিকে ডা. মঈন উদ্দিনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে লোকজন যেন ভিড় না করে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় অ্যাডিশনাল এসপি বিল্লাহ আহমদ, ছাতক থানার ওসি মোস্তফা কামালসহ স্বাস্থ্য বিভাগের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয় ডা. মঈন উদ্দিনকে। পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সোমবার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।



সময়/দেশ/শোক

Post Top Ad

Responsive Ads Here