কালবৈশাখী আঘাত হানতে পারে কয়েক জেলায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৫, ২০২০

কালবৈশাখী আঘাত হানতে পারে কয়েক জেলায়


কালবৈশাখীর কবলে পড়েতে পারে ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) ওয়েসাইটে প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজশাহী বিভাগের জেলাগুলো, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও ঢাকার আশপাশের অঞ্চলগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। একই সঙ্গে সেই এলাকাগুলোর নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৈশাখের দ্বিতীয় দিনে রংপুরের বদরগন্জ, গাইবান্ধা শহর ও তার আশেপাশের উপজেলায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি নামে। বুধবার সকাল থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই শুরু হয় ঝড়, সঙ্গে বৃষ্টি।



সময়/আবহাওয়া

Post Top Ad

Responsive Ads Here