চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে খাদ্য সংকটে থাকা গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৬এপ্রিল) সোমবার সকালে উপজেলার গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফরিদপুর জেলা শাখা এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল বর্তমানে প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে থাকা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব, দুঃস্থ ও অসহায় ৩০টি পরিবারের প্রত্যেকের মাঝে চাউল, ডাল, পেয়াজ, সয়াবিন তেল ও সাবান বিতরণ করেন।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা যুবদল নেতা ও চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভি.পি আব্দুল কুদ্দুস, যুবদল নেতা বাদশা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উপদেষ্টা মোজাফফর হোসেন জাফর, সাইবার ইউজার দলের সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা পি.এম কামরুল হাসান, যুগ্ম সম্পাদক সুজন সিকদার, আশিক খান ও অর্থ সম্পাদক মুরসালীন আহম্মেদ প্রমূখ।

