নগরকান্দায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের পক্ষে পঞ্চম ধাপে খাদ্য সামগ্রী বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ১০, ২০২০

নগরকান্দায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের পক্ষে পঞ্চম ধাপে খাদ্য সামগ্রী বিতরন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে উপজেলায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে পঞ্চম বারের মতো খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। 

রোববার সকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় তিনশত  অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করেন উপজেলা বিএনপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান ও লবন। 

এ সময় তার পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি হাবীবুর রহমান বাবুল, লস্করদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জাসরিস, সহসভাপতি বাচ্চু মোল্যা, উপজেলা স্বেচ্ছা-সেবক দলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিরান প্রমূখ। মুঠোফোনে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দেশে এ ভয়াবহ দূর্য়োগ মুহুর্তে আমি জনগনের পাশে আছি এবং নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জনগনের পাশে থেকে সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন, কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের এ সহযোগিতা আমার চলমান থাকবে।

Post Top Ad

Responsive Ads Here