ফরিদপুরে লেবু নিয়ে বিপাকে চাষী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৮, ২০২০

ফরিদপুরে লেবু নিয়ে বিপাকে চাষী


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার লেবু চাষী ফজলুল করিম। অনেক আশা করে বাড়ির পাশের ৮০ শতাংশ জমিতে উন্নত মানের এলাচি লেবু চাষ করে ছিলেন। আশা ছিলো এবার রোজার মাসে তার চাষ করা লেবু ২ থেকে ৩ লাখ টাকা বিক্রি হবে। কিন্তু সব আশা কেড়ে নিয়েছে নভেল করোনা ভাইরাস এর কারনে দেশের চলমান পরিস্থিতি। প্রতিদিন ক্ষেত থেকে লেবু উত্তোলন করলেও সেই লেবু ঢাকা সহ বাইরের কোন জেলায় পাঠাতে পারছেন না। আর এ কারনে তার লেবু স্থানীয় এলাকায় বিক্রি করতে হচ্ছে অনেক কম দামে। 


এ ব্যাপারে তিনি বলেন, গত বুধবার ফরিদপুর বাজারে ৫ বস্তা লেবু নিয়েছিলাম ৩ বস্তা বিক্রি করতে পেরেছি আর ২ বস্তা বাড়িতে নিয়ে আসতে হয়েছে কম দামের কারনে। এক হালি লেবু আমাদের কাছ থেকে ব্যাপারীরা কিনতে চাচ্ছে ৮ থেকে ১২ টাকা হালি দরে। এমন কম দামে লেবু বিক্রি করলে আমরা কিভাবে চলবো। তিনি বলেন আমাদের এই বড় জাতের এলাচি লেবু সারাদেশে ক্রেতারা কিনছে ৫০ থেকে ১০০ টাকা দরে সেখানে আমরা দাম পাচ্ছি না। এতো লেবু যে খুচরা করেও বিক্রি করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। 


তিনি আরো বলেন যে আশা নিয়ে ক্ষেত করেছিলাম সেই আশা আর পূরন হলো না। সর্বোচ্চ বিক্রি হতে পারে আমার বাগানের লেবু ৪০ হাজার টাকার মতো। এতে খরচের টাকায় উঠবে না।      


এভাবে জেলার সদর উপজেলা সহ অন্যসব এলাকার লেবু চাষীেেদর একই অবস্থা বিরাজ করছে। নভেল করোনা ভাইরাস এর কারনে দেশের চলমান পরিস্থিতির কারনে বিপাকে পড়েছে এ জেলার লেবু চাষীরা। ফরিদপুরের লেবুর যে চাহিদা দেশ জুড়ে সেই স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সারা দেশবাসী। 


জানাযায় গতবার রোজার ঈদের সময় ঢাকা থেকে পাইকাররা এসে জেলার লেবু বাগান থেকে সরাসরি লেবু কিনে নিয়ে যেতো এলাচি লেবু ৩০ থেকে ৫০ টাকা হালি দরে। এবার করোনা ভাইরাস এর কারনে দেশের চলমান পরিস্থিতিতে তারা আসতে পারছেনা। আর এই কারনে লেবু চাষীরা পড়েছে বিপাকে।  


ফরিদপুর বাজার ঘুরে দেখা যায় খুচরা পর্যায়ে এক হালি লেবু ২৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে মান ভেদে। তবে চাষীরা এই দাম থেকে বঞ্চিত হচ্ছে মধ্যেস্বত্তভোগিদের কারনে।  


কৃষকরা দাবি করেছেন অনতি বিলম্বে তাদের প্রনোদনা দিয়ে সরকারকে তাদের পাশে এসে দাড়ানোর জন্য।

Post Top Ad

Responsive Ads Here