ফরিদপুর
প্রতিনিধিঃ
ফরিদপুর ২ নির্বাচনী এলাকায় কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা
হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তরুন প্রজন্মের নেতা, নগরকান্দা উপজেলা
আ'লীগের যুগ্ন সম্পাদক, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য,
যমুনা গ্রুপের ডাইরেক্টর এ্যাড. জামাল হোসেন মিয়া । প্রথম পর্যায়ে ২৫০০ জন
কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে চাল, ডাল , তেলসহ নিত্য প্রয়োজনীয় মানবিক
সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বুধবার সকালে নগরকান্দা
উপজেলার কদমতলী এলাকায় এ্যাড. জামাল হোসেন মিয়ার নিজ বাড়ি থেকে এ খাদ্য
সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। পরবর্তীতে উপজেলার ৬ টি স্পটে খাদ্য
সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি
ডাল, ১ কেজি আটা ও দুই কেজি আলু রয়েছে বলে জানা যায় । খাদ্য সহায়তার
পাশাপাশি নগদ অর্থও বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম,
ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন আ' লীগের
সভাপতি তৈয়াবুর রহমান, সাধারন সম্পাদক সিরাজ খলিফা প্রমুখ। এ্যাড. জামাল
হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই দুর্দিনে
সারাদেশের সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়াঁতে নেতাকর্মীদের
নির্দেশনা দিয়েছেন । তারই নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে সাধারণ
মানুষের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেছি। প্রাথমিক পর্যায়ে ৫ হাজার
কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এই সহায়তা চলমান
থাকবে।