বোয়ালমারীতে বিয়ের অনুষ্ঠানে জটলা করার অপরাদে দুই জনের জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৫, ২০২০

বোয়ালমারীতে বিয়ের অনুষ্ঠানে জটলা করার অপরাদে দুই জনের জরিমানা


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে কাজী পাড়ায় বিয়ের বৌ ভাতের অনুষ্ঠান করায় এবং ওই অনুষ্ঠানে জটলা করায় দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের আক্রমনের হাত থেকে রক্ষার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশ রয়েছে। এ সকল নির্দেশ অমান্য করে সোমবার (০৪.০৫.২০) সন্ধ্যার পরে পরমেশ্বরদী গ্রামে ফরিদ মোল্যার বৌভাতের অনুষ্ঠানে জটলা করেন। খবর পেয়ে ডহরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার ঘোষ ঘটনাস্থলে পৌছে ফরিদ মোল্যার প্রতিবেশি চাচা দেলোয়ার শেখ (৫২) ও ফরিদ মোল্যার শশুর পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাদপুর গ্রামের রুস্তুম কাজীকে (৫০) আটক করে। পরের দিন সকাল ৮টায় থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্মার অফিসে তাদের হাজির করলে দেলোয়ার শেখকে ৭ হাজার ও রুস্তুম কাজীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, সরকারি নিষেধ অমান্য করে এক জায়গায় জটলা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ধারায় তাদের এ জরিমানা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here