বোয়ালমারীতে সংঘর্ষ আহত ৬ আটক ৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ০৫, ২০২০

বোয়ালমারীতে সংঘর্ষ আহত ৬ আটক ৭


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানসী গ্রামে সোমবার (০৪.০৫.২০) বিকেলে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৬জন। আহতদের মধ্যে ৪ নং ওয়ার্ডে আলাউদ্দিন গ্রæপের নজরুল শেখকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহিনুর রহমান গ্রæপের নুরু মোল্যাকে (৬৫) বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে।  বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ওই  দিন রাতে বেলজানী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি এবং সংঘর্ষের সাথে জড়িত ৭জনকে আটক করেছেন। আটককৃতরা হলো শাহিনুর রহমান গ্রæপের প্রফেসর আবুল কালাম আজাদ (৬০), বাবু শেখ (৩০), সজিব মাহমুদ (১৪), ইয়াসিন শেখ (১৪), আলাউদ্দিন গ্রæপের জাকারিয়া (২৩), রেজাউল করিম (৫৫), সাকিবুল হাসান (২৫)। আটককৃতদের মঙ্গলবার ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, বেলজানী গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত এবং নিয়মিত মামলার আসামিসহ ৭জন আটক করে আদালতে পাঠানো হয়েছে। থানায় এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here