দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩৪, মৃত্যু ১১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১১, ২০২০

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩৪, মৃত্যু ১১


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তের হিসাবে এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ১৫ হাজার ৬৯১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৩৭টি প্রতিষ্ঠানে ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ২৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট দুই হাজার ৯০২ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২২। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৪ হাজার ৮৩৩ জন।  সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।



সময়/জাতীয়

Post Top Ad

Responsive Ads Here