নগরকান্দায় ব্যাংক কর্মকর্তার ব্যক্তি উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৩, ২০২০

নগরকান্দায় ব্যাংক কর্মকর্তার ব্যক্তি উদ্যোগে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান


শফিকুল খান জনি : 
কোভিড-১৯ এর প্রভাবে বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ যার প্রভাব বিস্তার করছে সমাজ ও রাষ্ট্রে।

ঠিক তেমনিভাবেই এসব কর্মহীন অসহায় মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে দাড়াচ্ছে সমাজের অনেক বিত্তবান মানবিক ব্যক্তিরা।

তারই ধারাবাহিকতায় ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সদস্য, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও প্রবাসী কল্যাণ ব্যাংক এর প্রাতিষ্ঠানিক ইউনিট সভাপতি, প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার মোঃ ফরহাদ হোসেন এর ব্যক্তি উদ্যোগে তার নিজ গ্রাম খৈয়ায় ১ শত অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে । 

এসময়ে উপস্থিত ছিলেন ডাংগী ইউনিয়ন যুবলীগ নেতা কাউসার হোসেন, আবুল হোসেন, গিয়াস মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ব্যাংক কর্মকর্তা মো ফরহাদ হোসেন জানান, আমাদের সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি তাদের নিজ এলাকার অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে করোনার মতন সকল দূর্যোগের মোকাবেলা করা সহজ হবে, এবং তিনি সকলকে অসহায় মানুষের পাশে দাড়াতে আহবান জানান । 


Post Top Ad

Responsive Ads Here