ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারি পেল এক ঝাঁক মুসাফির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৩, ২০২০

ফরিদপুর জেলা প্রশাসকের ইফতারি পেল এক ঝাঁক মুসাফির



ফরিদপুর প্রতিনিধি : 

রমজান মাসের শেষ মুহূর্তেও মুসাফিরদের জন্য ইফতারী প্রদান অব্যাহত রেখেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আজ শনিবার বিকেল ৫ টায় শহরের বিভিন্ন পয়েন্টে রোজাদার মুসাফিরদের মাঝে এ ইফতারী বিতরণ করা হয়।


সরোজমিনে গিয়ে দেখাযায়, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নিজস্ব উদ্যোগে নানা জরুরী প্রয়োজনে জেলা শহরে আগত (মুসাফির)দের ইফতারী প্রদান করা হয়। রমজানের শুরু থেকেই সাপ্তাহিক এ কাযর্ক্রম আরম্ভ হয়েছে। আজ চতুর্থ সপ্তাহ। আজকে শহরের থানা মোড়, জনতা ব্যাংক মোড়, অনাথের মোড় এসব ইফতারী রোজাদার মুসাফিরদের প্রদান করা হয়।

ইফতারীর পূর্বে ইফতারী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জেলা সদরের চরমাধবদিয়া থেকে আসা আবুল হোসেন। তিনি বলেন, ‘ডাক্তার দেহাইতে দেহাইতে দেরি হয়ে গেল। বাড়ি যাওয়ার গাড়ি পাইতেছিন্যা। হাইট্যে যাওয়া লাগবি। পথে কোনে ইফতার করুম তাই ভাবছিলাম। 

উল্লেখ্য এমনিভাবে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ইফতারির প্রথম দিন থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে ইফতার দিয়ে আসছিলেন সাধারণ মানুষের মাঝে। তার এই মহতি উদ্যোগে ফরিদপুরবাসীর মাঝে দারুন সাড়া ফেলে।

Post Top Ad

Responsive Ads Here