মানিকগঞ্জের শিবালয়ে মা ও নানির সঙ্গে যমুনা নদীতে গোলস করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হোসেন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তেওতা এলাকার তেওতা কেডিসি গ্রামে এ ঘটনা ঘটে।
ফহিম শিবালয় ইউপির ছোট বোয়ালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাহিম কয়েক দিন আগে মায়ের সঙ্গে তেওতা এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে। দুপুরে মা ও নানির সঙ্গে নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর হঠাৎ ছেলেকে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকে। ১৫ মিনিট পরে পানির নিচে মায়ের পায়ের সঙ্গে লেগে ভেসে উঠে ফাহিমের লাশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সন্ধায় পারিবারিক ভাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।
সময়/দেশ