ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত ৩৫, আটক ১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১১, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত ৩৫, আটক ১০


ফরিদপুর প্রতিনিধি :  

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দিবাগত রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশের পাঁচ সদস্য সহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। এসময় উভয় পক্ষের হামলায় পুলিশের একটি গাড়ি ভাংচুর সহ ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আটক করা হয় উভয় গ্রুপের ১০জনকে।  

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসরাফিল মোল্লা জানান, রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি এর সমর্থকদের সাথে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  সৈয়দ আলী আহমেদ সাকিব( সাকু) এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে ৫ পুলিশ সদস্য সহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, পুলিশ  সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১০জনকে। তিনি বলেন পুলিশের পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও শটর্গানের ২০ রাউন্ড গুলি চালানো হয় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here