বোয়ালমারীতে শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০৮, ২০২০

বোয়ালমারীতে শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রাম ও দুর্গাপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে বৃহস্পতিবার (০৭.০৫.২০) খাদ্য সামগ্রী বিতরণ করেন তেলজুড়ী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক শাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া। শাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া তেলজুড়ী বাজারে অবস্থিত সুনামধন্য টিডিভি ক্লাবের সভাপতি। এ ছাড়া নগদ ৫০ হাজার টাকাও বিতরণ করেন তিনি। এ সকল খাদ্য সামগ্রী তার নিজের অর্থায়নে বিতরণ করেন। 

জানা যায়, করোনা ভাইরাসের কারণে ভ্যান চালন, চায়ের দোকানদারসহ নানা প্রকার কর্মজীবীরা কর্মহীন হয়ে পড়ে। 

প্রত্যেককে ১০ কেজি চাল,  ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১টি সাবান দেওয়া হয়। এ ছাড়া ৫০হাজার টাকা নগদ অসহায়দের মধ্যে বিতরণ করেন। একাধিক ব্যক্তি জানান, সব কিছু দিয়ে একটি করে প্যাকেট করা হয় এবং ওই প্যাকেট প্রত্যেকের নামের তালিকা করে তাদের বাড়িতে পৌছায় দেওয়া হয়।  

Post Top Ad

Responsive Ads Here