বোয়ালমারীতে মাদরাসার সভাপতির সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৬, ২০২০

বোয়ালমারীতে মাদরাসার সভাপতির সংবাদ সম্মেলন

 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু জাফর ছিদ্দিকী মাদরাসার গাছ কাটার বিষয় নিয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন হাটখোলারচর মাদরাসার একটি ৪তলা ভবন পাশ হয়ে আসে। ভবন নির্মাণ করার জন্য মাদরাসার কিছু মেহেগনী গাছ না কাটলে ভবনটি নির্মাণ করা সম্ভভ না। তাই আমরা মাদরাসার ম্যানেজিং কমিটির সভা করে একটি রেজিলেশন করি। ওই রেজিলেশনে উল্লেখ করা হয় মাদরাসার ভবন নির্মানের জায়গায় যে গাছগুলো আছে তা কেটে ভবনের জায়গা ফাকা করতে হবে এবং ওই গাছগুলো মাদরাসার উন্নয়নের কাজে লাগানো হবে। এই রেজিলেশন করে গত সোমবার (১জুন) গাছগুলো কেটে ভবনের কাজ শুরু করি। এই গাছ কাটা নিয়ে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে আমাকে বা মাদরাসার সুপারকে নিয়ে যে সংবাদগুলো প্রচার হয়েছে তা সঠিক নয়। গাছগুলো রেখে দেওয়া হয়েছে। ওই গাছগুলো দিয়ে মাদরাসার চেয়ার, বেঞ্চসহ বিভিন্ন কাজ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদরাসার সুপার মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here