ফরিদপুরে ডাকাতি করতে এসে এক ব্যক্তিকে খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৫, ২০২০

ফরিদপুরে ডাকাতি করতে এসে এক ব্যক্তিকে খুন


ফরিদপুর প্রতিনিধি :  

ফরিদপুরের সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুর গ্রামে আবুল খাঁ(৮০) নামে এক ব্যক্তিকে খুন করে বাড়ির মালামাল লুট করেছে ডাকাত দল। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতরাতে ৩/৪ জনের মুখবাধাঁ অবস্থায় ডাকাত দল ওই বাড়ির ঘড়ের ভিতর প্রবেশ করে। এরপর আবুল খাঁ ও তার কন্যা মৌসুমিকে বেধেঁ আলমারী সহ বিভিন্ন জিনিষপত্র ভেঙ্গে লিচু ও আম বিক্রির টাকা, স্বর্নালংকারসহ দামি মালামাল নিয়ে যায়। এসময় আবুল খাঁ বাধা দিলে তার মুখে কাপড় দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়।

কোতয়ালী থানার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। এখন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।

এদিকে আবুল খাঁর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য ওই এলাকায় ইদানিং মাদক বিক্রেতা ও সেবিদের দৌরাত্ব ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় এইসব ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করছেন। আর এ কারনে প্রশাসনের কঠোর নজরদারী বাড়ানোর দাবি স্থানীয়দের।



Post Top Ad

Responsive Ads Here