বগুড়ায় আরও ৫১ জনের করোনা শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৩, ২০২০

বগুড়ায় আরও ৫১ জনের করোনা শনাক্ত


সময় সংবাদ ডেস্ক//
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার রাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।


জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়। এতে বগুড়ার ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।



ডেপুটি সিভিল সার্জন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৩৪ জনের করোনা পজেটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।



নতুন করে শনাক্ত ৫১ জনের মধ্যে বগুড়া শহরের ২৯ জন, গাবতলী উপজেলার ১০ জন, শিবগঞ্জ উপজেলার ৭ জন, দুপচাঁচিয়ায় ৪ জন এবং আদমদীঘি উপজেলার একজন আছেন। জেলায় মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৮৬ জনে। আর মারা গেছেন ১১ জন।

১৩-০৬-২০২০(AT)

Post Top Ad

Responsive Ads Here