মেহের আমজাদ,মেহেরপুরঃ
মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কালাচাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে পৌরসভার ৪নং ওয়ার্ডের কালাচাঁদপুরে আব্দুর রকিব ওরফে রফিকুল তার নিজ ঘরে নতুন গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় প্রতিবেশিরা এসে পানি ছিটিয়ে প্রায় পৌঁনে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে আব্দুর রকিবের ছেলে সাজ্জাদ হোসেন (১৭) আহত হয। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।এদিকে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে ওই সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
20-06-2020(AT)