মেহের আমজাদ,মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সন্তান সুপ্রিম কোর্টের আয়কর আইনজীবী শেখ নাসির উদ্দিন (৭২) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেখ নাসির উদ্দিন মুজিবনগর সরকারি কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চলের চাচা। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। গত ১০ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
20-06-2020(AT)