ঢাকা থেকে দুবাই গেল এমিরেটস এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২৬, ২০২০

ঢাকা থেকে দুবাই গেল এমিরেটস এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট


সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশি যাত্রীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও ইউরোপগামী মোট ২৫৮ প্রবাসী বাংলাদেশি ছিলেন। বৃহস্পতিবার দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায় ফ্লাইটটি সেখানে অবতরণ করে।
এর আগে প্রায় ৩ মাস পর বুধবার রাত সাড়ে ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

উল্লেখ্য, ২১ জুন থেকে তাদের ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ৩ দিন সময় নিয়ে ২৪ জুন থেকেই বাংলাদেশে ফ্লাইট চলাচল শুরু করেছে তারা।

৭ জুলাই পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধু দেশটির নাগরিক ও ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস।

26-06-2020 (AT)

Post Top Ad

Responsive Ads Here