স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শামীমা, ৪ দিনেও সন্ধান মেলেনি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২৬, ২০২০

স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শামীমা, ৪ দিনেও সন্ধান মেলেনি

সময় সংবাদ ডেস্ক//
শরীয়তপুর থেকে ময়মনসিংহে স্বামীর বাড়ি যাওয়ার সময় শামীমা চৌধুরী (৪৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। চার দিনেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২৩ জুন বনানী থানায় জিডি করা হয়েছে। শামীমা শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের করন হোগলা কান্দি গ্রামের মরহুম নাসির উদ্দিন চৌধুরীর মেয়ে। শামীমা চৌধুরীর এক ছেলে ও ছোট দুটি মেয়ে রয়েছে।

শামীমার ছোট ভাই নাহিদ চৌধুরী বলেন, গত ২২ জুন সকালে নিজ বাড়ি থেকে স্বামীর বাড়ি ময়মনসিংহের উদ্দেশ্য রওয়ানা দিয়ে লঞ্চ যোগে ঢাকার সদরঘাট পৌঁছেন শামীমা। সেখান থেকে সিএনজিতে মহাখালী যান এবং সেখান থেকে বাসে ময়মনসিংহের উদ্দেশ্য রওয়ানা দিয়ে বেলা ২টার দিকে তার মেয়েকে ফোনে জানান, শারীরিক অসুস্থ অনুভব করছেন। পরবর্তীতে তার সাথে কোন প্রকার যোগাযোগ করা যায়নি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি।

বোনের সন্ধান চেয়ে শামীমার ছোট ভাই নাহিদ চৌধুরী ২৩ জুন এ ঘটনায় বনানী থানায় জিডি করেছেন। বনানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরে আজম মিয়া বলেন, আমরা এখন বিভিন্ন মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি। ঘটনাটি ঢাকার মহাখালী এলাকায় হওয়ায় আমরা স্বজনদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলেছি।

26-06-2020 (AT)

Post Top Ad

Responsive Ads Here