সালথায় দেশীয় মাছ রক্ষায় অবৈধ বাঁধ উচ্ছেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১২, ২০২০

সালথায় দেশীয় মাছ রক্ষায় অবৈধ বাঁধ উচ্ছেদ

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় দেশীয় মাছ রক্ষায় কুমার নদী থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছেন ভাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাওয়াল ও মাঝারদিয়া ইউনিয়নের কুমার নদীতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ করে ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। 

উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, কুমার নদীতে অবৈধ ভাবে বাঁধ দিয়ে দেশীয় মাছ বংশ বিস্তারে বাধা, মা মাছ ও পেনা মাছ ধরার অপরাধে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। এবং নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ করে ভেঙ্গে নষ্ট করা হয়েছে। 

অপরদিকে ভাওয়াল লেংড়ার চার এলাকা থেকে কেষ্টখালী খাল পর্যন্ত কুমার নদে ৪ টি অবৈধ বাঁধ  উচ্ছেদ করা হয়। তিনি বলেন, দেশীয় মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here