ফরিদপুরের চরভদ্রাসনে এক যুবককে কুপিয়ে জখম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২০, ২০২০

ফরিদপুরের চরভদ্রাসনে এক যুবককে কুপিয়ে জখম

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের সগির ব্যাপারীর ডাঙ্গি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শফি ফকির(৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সে ওই এলাকার মৃত কালু ফকিরের পুত্র। 
শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বাজার থেকে শফি বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় কুপিয়ে হাত পা ভেঙ্গে দেয়া হয় শফি ফকিরের। পরে দ্রæত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।  


পরিবারের লোকজন জানান, জমিজমা নিয়ে পাশের নান্নু মেম্বারের পক্ষের লোকজনের সাথে বিরোধ চলে আসছিলো। এনিয়ে শফি ফকিরের পক্ষের রশিদ ফকির নান্নু মেম্বারের লোকজনের বিরুদ্ধে একটি মামলা করে। এই বিরোধের জের ধরে এই হামলা হয় বলে তারা জানান। 


চরভদ্রাসন থানার ওসি(তদন্ত) মোঃ গাফফার জানান, আমরা বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here