ফরিদপুরের নগরকান্দায় আওয়ামীলীগের দুগ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত-১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২০, ২০২০

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামীলীগের দুগ্রুপের পাল্টাপাল্টি হামলা, আহত-১০


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় হামলায় উভয় গ্রুপের আহত হয় ১০ জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেয়া হয়। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জামাল হোসেন এর সাথে সংসদ উপনেতার ছোট পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে তালমা মোড়ে শাহদাব আকবর চৌধুরী লাবুর সমর্থকরা একটি আওয়ামীলীগ অফিস উদ্বোধন করেন। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১০জন আহত হয়। সংঘর্ষের সময় ভাংচুর করা উভয় গ্রুপের দুটি আওয়ামীলীগ অফিসের চেয়ার টেবিল। আহতদের মধ্যে ফমেক হাসপাতালে জামালের সমর্থক আজম খাঁ, নিরু শেখ, ফজলু পাটাদার, মুক্তিযোদ্ধা আবু পাটাদার  ভর্তি করা হয়েছে। এছাড়া অপরপক্ষের রাজু খান, মেহেদি ফকির ফমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।   


কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া অভিযোগ করে বলেন লাবু চৌধুরী প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে দ্রæত আইনে মামলা করেছেন। তিনি বলেন আমাদের লোকজন হামলার স্বীকার হলেও তাদের মামলা নেয়া হয়নি। আমার ৪জন সমর্থক গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি। এছাড়া আমাদের দীর্ঘদিনের তালমা মোড়ের আওয়ামীলীগের পার্টি অফিসটি ভাংচুর করা হয়েছে। 


অপরদিকে মামলার বাদি মেহেদি ফকির বলেন, জামাল মিয়ার পক্ষের লোকজন আমাদের আওয়ামীলীগের অফিসটি ভাংচুর চালায়। তারা আমার সহ কয়েকজন সমর্থককে কুপিয়ে আহত করেছে। তিনি বলেন আমি বাদি হয়ে থানায় দ্রুতবিচার আইনে জামাল মিয়া সহ অন্যদেও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


ঘটনার সত্যতা স্বীকার করে নগরকান্দা থানার ওসি(তদন্ত) মোঃ মিরাজ হোসেন জানান, ঘটনার জানার সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তালমা মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই ঘটনায় দ্রুতবিচার আইনে মেহেদি ফকির বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন জামাল মিয়া সহ তাদের পক্ষের লোকজনকে আসামী করে।  

Post Top Ad

Responsive Ads Here