আজ থেকে বোয়ালমারীর তিন এলাকাকে রেড জোন ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২০, ২০২০

আজ থেকে বোয়ালমারীর তিন এলাকাকে রেড জোন ঘোষণা


 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে উপজেলার আজ শনিবার (২০জুন) থেকে তিন এলাকাকে প্রশাসনের পক্ষ থেকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ঈদের পর থেকে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩ জনে। এর মধ্যে পৌরসভার মধ্যেই ৫৭ জন। পৌরসভার বাজার সদরে দোকান পাট খোলা থাকায় ঈদের পর থেকেই চরম ভিড়। এ কারণে এলাকার সচেতন মহল থেকে কয়েকদিন ধরে লক ডাউনের দাবি উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক স্ট্যাটাস দেয়া হচ্ছিল। অবশেষে উপজেলা প্রশাসন বোয়ালমারী পৌরসভার ৩ এলাকা বাজার সদর, ছোলনা এবং বড় কামারগ্রামকে রেড জোন হিসেবে ঘোষণা করে। 


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩জন, সুস্থ্য হয়েছে ৪৬ জন, মৃত্যু হয়েছে ২জনের। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন,  করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পৌরসভার তিন এলাকাকে রেড জোন ঘোষনা করা হয়েছে আজ শনিবার থেকে।

Post Top Ad

Responsive Ads Here