বোয়ালমারীতে মসজিদের ইমামদের হাতে প্রধানমন্ত্রীর নগদ অর্থ তুলে দিলেন ইউএনও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ০৬, ২০২০

বোয়ালমারীতে মসজিদের ইমামদের হাতে প্রধানমন্ত্রীর নগদ অর্থ তুলে দিলেন ইউএনও


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (অনুদান) নগদ অর্থ প্রত্যেককে ৫ হাজার টাকা করে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। 

শনিবার সকাল ১০টায় বিতরণ করা হয় এই টাকা। বিতরণের প্রথম দিন পৌরসভার ৫৮টি, চতুল ইউনিয়নের ৫৯টি ও ঘোষপুর ইউনিয়নের  ৫৫টি মোট ১৭২টি মসজিদের ইমামদের মধ্যে বিতরণ করা হয়। বাকি ইউনিয়নের মসজিদের ইমামদের মধ্যে রবিবার, সোমবার ও মঙ্গলবার বিতরণ করা হবে বলে ইউএনও অফিস সূত্রে জানা গেছে। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা আ’লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. আবু আলী, মডেল কেয়ারটেকার  মা. সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here