সময় সংবাদ যেস্ক//
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফিরোজা খাতুন (৪৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে সুরুজ মিয়ার স্ত্রী। ফিরোজা খাতুন মেস বাসায় কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সুরুজ মিয়া স্ত্রী ফিরোজা খাতুন কে পুতা দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়।
26-0-06-2020 (AT)