কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন ও ট্রলার মালিককে ৩ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৪, ২০২০

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন ও ট্রলার মালিককে ৩ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি//
কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু বহনকারী ট্রলারের বৈধ কাগজপত্র না থাকায় ৫ ট্রলার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরের দিকে রাবনাবাদ চ্যানেলের পশরবুনিয়া, পক্ষিয়া ও পাটুয়া পয়েন্টে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে এ অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী জাফর জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী নুরুল ইসলামকে ১ লাখ টাকা এবং শহিদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কোন কাগজপত্র না থাকায় বালু বহনকারী ট্রলারের মালিক শাহাদতকে ২০ হাজার টাকা, আব্বাছকে ২০ হাজার টাকা, হাবিবকে ২০ হাজার টাকা, মহিউদ্দিন মুন্সীকে ২০ হাজার টাকা এবং সবুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ এবং ৫ ট্রলার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

14-06-2020 (AT)

Post Top Ad

Responsive Ads Here