ড. ওয়াজেদ মিয়া পুরস্কারে মনোনীত হলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১২, ২০২০

ড. ওয়াজেদ মিয়া পুরস্কারে মনোনীত হলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান

                             পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান
সঞ্জিব দাস, ফরিদপুর : 
ভালো ভালো কাজের পুরস্কার স্বরুপ ড. ওয়াজেদ মিয়া পুরস্কারে মনোনীত হলেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান। ফরিদপুরের এই সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, বিপিএম-সেবা সফল পুলিশ সুপার হিসেবে বিশেষ অবদানের জন্য “ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” এর জন্য মনোনিত হয়েছেন।

ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ,কে,এম, ফরহাদুল কবির জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন-২০২০-২১ উপলক্ষে ড.এম.এ.ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন গত ৫ জুন ২০২০ কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী “ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এর জন্য ফরিদপুরের এ যাবত কালের এক সফল জনবান্ধব পুলিশ সুপার হিসেবে বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা মহোদয়কে “ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০” মনোনিত করা হয়েছে। 
তিনি বলেন আমরা তার মতো একজন জনবান্ধব, কর্মমুখি সাধা মনের মানুষকে এই পুরুস্কার দিতে পেরে আমাদের সংগঠন ধন্য বলে মনে করছি। আমরা খুব দ্রুত এই পুরুস্কার তার হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান। 

Post Top Ad

Responsive Ads Here