ফরিদপুরে ফন্টলাইনে থাকা করোনার শিকার পুলিশের ও র‌্যাবের ৭০ সদস্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৯, ২০২০

ফরিদপুরে ফন্টলাইনে থাকা করোনার শিকার পুলিশের ও র‌্যাবের ৭০ সদস্য


 

ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস এর বিরুদ্ধে ফন্টলাইনে থেকে প্রথম থেকে লড়াই করে চলছেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশের সকল সদস্যরা। তারা ফরিদপুরবাসীকে নিরাপদ রাখতে প্রতিনিয়ত হাতে নিচ্ছেন নানা উদ্যোগ। তাদের এই উদ্যোগে শুধু সচেতন করাই নয়। তারা করোনা আক্রান্ত ব্যক্তি ও অসহায়দের পাশে দাড়াঁচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে। একই সাথে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাস এর শিকার হয়েছেন ফরিদপুর র‌্যাব ৮ এর সদস্যরা। এর মধ্যে পুলিশের আক্রান্তের সংখ্যা ৪৯ সদস্য আর র‌্যাবে আক্রান্তের সংখ্যা ২১ জন। 


এই দুই বাহিনীর ৭০ জন সদস্য এখনো করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জেলা পুলিশ ও র‌্যাব সূত্রে জানাগেছে। 
 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান জানান, আমরা আমাদের পুলিশ সুপার স্যার এর নির্দেশে চলমান করোনা দুর্যোগে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে তারা। মানুষকে ঘরে রাখতে গিয়ে দিনের বেশীর ভাগ সময়ই বাইরে কাটাতে হচ্ছে র‌্যাব ও পুলিশ সদস্যদের। যার কারনে করোনা ভাইরাস জনিত রোগ কোভিট-১৯ এ তাদের আক্রান্তের সংখ্যাটাও বেশ দীর্ঘ পুলিশে। ফরিদপুরের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত বর্তমানে।  


তিনি আরো বলেন ফরিদপুরে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই মানুষকে ঘরে রাখা, সচেতনতা মূলক প্রচারণা, নিহত ব্যক্তির দাফন বা সৎকার, আক্রান্ত ব্যাক্তির বাড়িতে খাবার পৌঁছানো, কর্মহীন হয়ে পরা অসহায় মানুষদের খাবার-অর্থ দিয়ে সহায়তা করা, জনসমাগম নিয়ন্ত্রন, সকল জন পরিবহনে নজরদারী, করোনা সংগীত, রোজায় সেহরি, রাস্তায়-ফুটপাতে থাকা ঘরহীন মানুষের খাবারের ব্যবস্থা করে আসছে জেলা পুলিশ। আর এই সব দায়িত্বটা সরাসরি পালন করতে হয় ব্যক্তি পর্যায়ে অনেক কাছে গিয়ে আর এ কারনে আক্রান্ত হচ্ছি আমরা। 


তিনি আক্রান্তের সংখ্যার হিসেব দিয়ে জানান, ফরিদপুরে এ পর্যন্ত পুলিশের মোট ৪৯ জন সদস্য করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে এসআই ৫ জন, সার্জেন্ট ১ জন, এএসআই ৬ জন, এটিএসআই ১জন, নারী এসআই ১ জন, কনস্টেবল ৩৫ জন। এর মধ্যে ভাঙ্গা থানাতেই আক্রান্ত ৩৩ জন।

পিছিয়ে নেই র‌্যাব সদস্যরাও। এই করোনা দুর্যোগেও নিয়মিত টহল, বিশেষ অভিযান, মাদক বিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাব সদস্যরা। র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানীর ২১ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।


র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক দেবাশীষ কর্মকার তার ক্যাম্পের ২১ সদস্য আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত র‌্যাব সদস্যদের র‌্যাব-৮ এর হেড কোয়ার্টার বরিশালে পাঠানো হয়েছে। সেখানে র‌্যাব সদস্যদের চিকিৎসায় মিনি হসপিটাল এর ব্যবস্থা রয়েছে। করোনা আক্রান্ত র‌্যাব ৮ এর সদস্যদের সেখানেই চিকিৎসা দেয়া হবে। 


ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, শুরু থেকেই জীবনের ঝুকি নিয়ে এই দুর্যোগে কাজ করছে পুলিশ। বেশীর ভাগ সময়ই দেখা যায়, করোনায় নিহত ব্যাক্তির দাফনে বা সৎকারে কোন লোক পাওয়া যায় না। সেখানে পুলিশ সদস্যরা ঝুকি নিয়ে দাফন ও সৎকারের ব্যবস্থা করছেন। এছাড়াও আক্রান্ত ব্যাক্তির ও পরিবারের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।


তিনি জানান, জেলায় মোট ৪৯ জন পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে ভাঙ্গা থানাতেই ৩৩ জন আক্রান্ত। ফরিদপুর পুলিশ লাইন্স থেকে ফোর্স পাঠিয়ে ওই থানার দৈনিক কার্যক্রম চালানো হচ্ছে।


পুলিশ থাকতে একটি মানুষও অসহায় অবস্থায়, না খেয়ে এবং মৃত্যু ব্যক্তির দাফন বা সংকার বন্ধ থাকবে না বলেও জানান এই ফরিদপুর পুলিশের জনবান্ধব এই কর্মকর্তা।


আক্রান্ত পুলিশ সদস্যদের বেশীর ভাগ সদস্যই নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা জেলার পুলিশ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত কোভিট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে।

Post Top Ad

Responsive Ads Here