নাজমুল হাসান নিরব:
ফরিদপুরে র্যাব-পুলিশসহ আরো ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৬ জন হলো।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান।
তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ফরিদপুরে ৪৭ ও গোপালগঞ্জে ২৩ জন।
ফরিদপুরে নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯ জন, সদরপুরের ১০ জন, চরভদ্রাসনের পাঁচজন, নগরকান্দার তিনজন ও ভাঙ্গা, সালথা, মধুখালীতে একজন করে রয়েছেন। এছাড়া এর মধ্যে পুলিশের একজনসহ র্যাব-৮ এর এক সদস্য রয়েছেন।
সময়/রাজ/৫/৬/২০২০

