আওয়ামীলীগের দুঃসময়ের একজন ইসহাক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০১, ২০২০

আওয়ামীলীগের দুঃসময়ের একজন ইসহাক

 

 

ফরিদপুর প্রতিনিধি :

নাম তার মোঃ ইসহাক সেক। ফরিদপুরের দুঃসময়ের আওয়ামীলীগের এক পরিচিত মুখ তিনি। রাজনীতি শুরু ছাত্রলীগ দিয়েই। উচ্চমাধ্যমিক রাজেন্দ্র কলেজ থেকে পড়াকালীন সময়েই ১৯৭২ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের বাহালুল মজনুন চুন্নু কমিটির জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ছিলেন তিনি। আলিপুর খাঁ পাড়ায় তখন আওয়ামীলীগ করা খুব কষ্টসাধ্য ব্যাপার।

আলিপুর খাঁপাড়া তখন বিএনপি অধ্যুষিত এলাকা বিধায় অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেই থাকে আওয়ামীলীগের দুঃসময়ে কাজ করেছেন তিনি। ইসহাক একজন বীর মুক্তিযোদ্ধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কাজী জয়নুল আবেদীন ও মরহুম হাসিবুল হাসান লাভলু কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হন এবং পুনরায় সুবল চন্দ্র সাহা ও সৈয়দ মাসুদ হোসেন কমিটিরও ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন সাধা মনের প্রচার বিমুখ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ইসহাক। 

Post Top Ad

Responsive Ads Here