মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে ২১৭ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।গতকাল বুধবার রাত দশটার দিকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।জানা গেছে মাদক ব্যবসায়ীরা তেলের কন্টেনিয়ারের মধ্যে বিশেষ কৌশলে ফেন্সিডিল গুলো বোঝাই করে ঢাকাগামী একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল কোলার মোড়ে।এ সময় স্থানীয় কয়েক ব্যক্তির সন্দেহ হলে কন্টিনিয়ার এর মধ্যে কি আছে এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মাদকব্যবসায়ীরা কন্টিনিয়ার ২টি ফেলে রেখে পালিয়ে যায়।পরে মেহেরপুর থানা পুলিশকে খবর দেয়া হলে মেহেরপুর সদর থানার এস আই আসাদ,সুরুজ এবং এ এস আই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কন্টিনিয়ার দুটি কেটে তার মধ্যে থেকে ২১৭ বোতল ফেন্সিডিল এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার কোলার মোড় থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামী সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।