গাজীপুরে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

গাজীপুরে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত


সময় সংবাদ ডেস্ক//
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ন্যাশনাল পার্ক এলাকায় রোববার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব। এতে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার  লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ন্যাশনাল পার্ক এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশে অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে রোববার রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here