হাসপাতালেই দুই চিকিৎসকের বিয়ের আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৮, ২০২০

হাসপাতালেই দুই চিকিৎসকের বিয়ের আয়োজন



সময় সংবাদ ডেস্ক//
করোনার তাণ্ডবে ফুরসত মিলছে না চিকিৎসকদের। নিজেদের গুরুত্বপূর্ণ অনেক কাজ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্তদের জীবন বাঁচাতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই রোগীদের সেবা দিতে গিয়ে সময় বের করতে না পেরে হাসপাতালেই বিয়ে সেরেছেন দুই চিকিৎসক।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে ঘটেছে এই ঘটনা।  দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেয়া বিশেষ খাবারের।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুন (৩০)। তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিলেন। কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের দিনক্ষণ। অবশেষে উপায় না পেয়ে কর্মস্থল হাসপাতালেই বিয়ের আয়োজন করেন এই দুই অ্যানাসথেসিওলজিস্ট।

বিয়ে প্রসঙ্গে বর ডা. সারজেরাও সোনুন বলেন, ‘মহামারী থেকে বিশ্ব কবে নিস্তার পাবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে রোগীদের সেবায় নিজেদের জন্য আলাদা করে সময় বের করে নিতে পারছিলাম না। তাই বিয়েটা হাসপাতালেই সেরে ফেলার সিদ্ধান্ত নিই।’

কনে ডা. রিম্পি নাহারিয়া বলেন, এমন পরিস্থিতিতে ধূমধাম করে বিয়ের প্রশ্ন আসে না। তাই বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। আর এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুললো।



Post Top Ad

Responsive Ads Here