স্ত্রীর বুকে নকল পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০

স্ত্রীর বুকে নকল পিস্তল ঠেকিয়ে সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা

সময় সংবাদ ডেস্ক//
ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর বুকে নকল পিস্তল ঠেকিয়ে ৭ মাসের সন্তানকে ছিনতাইয়ের চেষ্টা করেছেন স্বামী। এ সময় স্ত্রী মীম আক্তারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তরিকুলের হাত থেকে তাকে উদ্ধার করেন। পরে তরিকুলকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা।

সোমবার (২০ জুলাই) জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।


মীম আক্তার জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের মো. আব্দুস সাত্তারের মেয়ে। মো. তরিকুল ইসলাম একই জেলার সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের মুদারপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

মীম আক্তারের বাবা বলেন, প্রায় ২ বছর আগে তরিকুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই। কিন্তু বিয়ের ছয় মাস যেতে না যেতেই যৌতুক দাবি করে তরিকুল ইসলাম। যৌতুকের টাকা না দেয়ায় শারীরিক ও মানসিক নির্যানের স্বীকার হয় মীম। এ নিয়ে সবসময় ঝগড়া লেগেই থাকত তাদের মাঝে। এর মাঝেই বিয়ের দেড় বছর পর ছেলে সন্তান জন্ম দেয় মীম। সন্তান জন্ম দেয়ার কিছুদিন পর আবারও যৌতুকের জন্য মীমের ওপর নির্যাতন শুরু করে তরিকুল।

তিনি বলেন, সপ্তাহ খানেক আগে যৌতুকের জন্য মীমকে পিটিয়ে রক্তাক্ত করে বাড়িতে পাঠিয়ে দেয়। এর আগেও কয়েকবার এমন করেছে তরিকুল। কিন্তু দুইদিন পর আবার মীমকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায়। তবে এবার শ্বশুরবাড়িতে যাবে না বলে সিদ্ধান্ত নেয় মীম। কিন্তু সন্তানকে মায়ের কাছে রাখতে চায় না তরিকুল।

গত শনিবার (১৮ জুলাই) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথামতো মীমকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়িতে আসে তরিকুল। কিন্তু কৌশলে ছেলেকে নিয়ে পালিয়ে যায় সে। পরে বাড়ির লোকজনের চাপে তরিকুল রোববার মীমের কাছে ছেলেকে রেখে নিজের বাড়িতে চলে যায়। সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পর তরিকুল আবারও শ্বশুরবাড়িতে আসে। ছেলেকে নিয়ে যেতে চাইলে মীম কিছুতেই রাজি হয়নি। বাচ্চা দিতে অস্বীকৃতি জানালে রাত ৮টার দিকে মীমের বুকে নকল পিস্তল ঠেকিয়ে শিশু রামিমকে ছিনতাইয়ের চেষ্টা করে সে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তরিকুলকে আটকে মারধর করে পিস্তলসহ তারাকান্দা পুলিশের হাতে তুলে দেয়।


এ বিষয়ে তরাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয়রা তরিকুলের হাতে থাকা গ্যাস লাইটারকে পিস্তল ভেবে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। সেটি আসলে পিস্তলের মতো দেখতে গ্যাস লাইটার। মীম আক্তারের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে তরিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here